বাংলাদেশ কি শ্রীলংকা হবে?

পত্র পত্রিকার পাতা খুললেই দেখতে পাচ্ছি দেশের অর্থনীতির অস্থিতিশীল অবস্থা। লোকজন ব্যাংক থেকে দ্রুত টাকা তুলে নিচ্ছে। সবাই এই ভয়েই আছে যে কখন দেউলিয়া হয়ে যায়। রিজার্ভ দ্রুত কমে আসছে। তাহলে আমাদের বাংলাদেশ কি আসলে শ্রীলঙ্কার মত পরিনিতি বরণ করতে যাচ্ছে??

আসুন একটু বিশ্লেষণ করে দেখি, কেন আমাদের এই পরিনতি হতে যাচ্ছে ,,,,,,,,,

আমরা যদি একটু অতীত থেকে ঘুরে আসি, তাহলে দেখতে পাই যে কোন কোন কল্পনাবিদ(!) দেশকে তো প্রায় সিংগাপুর বানিয়ে দিচ্ছিলেন। আমরা কেন জানি নিজের অজান্তেই ধনী হয়ে যাচ্ছিলাম। তাই আমরা হাজার কোটি টাকার বিনিময়ে আকাশে কক্ষপথ ভাড়া নিলাম। কয়েক হালি মেগা প্রজেক্ট হাতে নিলাম। এবার যে করেই হোক দেশকে উন্নয়নের নৌকায় তুলে ঠিকই সিংগাপুর নোংগর করবই।

তা এখন কি হল?

সব দোষ করোনা আর ইউক্রেন যুদ্ধের। এই ঝড়ের কবলে পড়ে নৌকা এখন শ্রীলঙ্কার উপকূলে ভিড়ছে(!)

আচ্ছা প্রশ্ন হলো করোনায় কি আমাদের দেশে ইউরোপ আমেরিকার চেয়ে বেশি ক্ষতি হয়েছে??

আর আফ্রিকার যেই দেশ গুলো নিয়ে হাসি ঠাট্টা করতাম, এদের অবস্থাও কি এখন আমাদের মত??

আমরা তো উগান্ডার মত সোনার খনি পাইনি। তাহলে এত এত মেগা প্রজেক্ট হাতে নিলাম কেন? আর যত প্রজেক্ট তত রুই কাতলা দের পকেট ভারি। জনগণের উপর মহা ঋণের আর সুদের বোঝা চাপিয়ে আসলে লাভ টা হচ্ছে কার? বেগমপাড়ায় বাড়ি বানাচ্ছে কারা? সুইস ব্যাংক কাদের টাকায় ভারি হচ্ছে?

উত্তরঃ জানি কিন্তু বলা যাবে না, কেননা নাম বললে চাকরি থাকবে না।