যুদ্ধ কাম্য নয়। আমরা কেউ যুদ্ধ চাইনা, কেননা শুধু শুধু এমনিতেই যুদ্ধ করার মত উদ্দেশ্য কারোই থাকেনা। এই পৃথিবীর মধ্যে আমরা সবাই শান্তি চাই। তবে শান্তির জন্য সবচেয়ে জরুরী জিনিসটি হচ্ছে ইসলাম। একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া তো শান্তির দেখা কোথাও মিলবেনা। তবে আমরা চাচ্ছি কি? আমরা যুদ্ধ কি উপভোগ করছি?
যুদ্ধের খবর নিচ্ছি, কোথায় কত ক্ষতি হলো কি হলো না হলো এসব খবর নিয়ে সারাদিন ব্যস্ত থাকি যেন যুদ্ধটা একটা খেলা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কারো ক্ষেত্রে যুদ্ধ চাওয়া একান্তই উচিত নয়। যে যেভাবেই থাকুক যেন শান্তিতে থাকুক। পৃথিবীর মধ্যে হানাহানি দাঙ্গা-হাঙ্গামা চাওয়া মারাত্মক অন্যায়। ফ্যাসাদ হচ্ছে হত্যার চেয়েও গুরুতর অপরাধ তাই খেয়াল করতে হবে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। কেউ যেন আমরা কারো ক্ষতি না চাই। কারো ক্ষতি হোক এরকম চিন্তা ভাবনা না করি। পৃথিবীর মধ্যে সবার জন্য আমরা এক আল্লাহর বান্দা হয়ে বসবাস করতে পারি। মানুষের প্রতি হিংসা বিদ্বেষ নয়; উপকারের ইচ্ছাই যেন আমাদের সর্বদা থাকে। কারণ কারো উপকার করতে না পারলেও কমপক্ষে অপকার কামনা না করা।
সবার ভালো কামনা করা। সবাই ভালো হয়ে থাকি, সবাই ভাল পথে চলি, আমিও যেন ভালো পথে চলি। মহান আল্লাহ তায়লার রহমত কিন্তু আমাদের উপর সর্বদা বিদ্যমান থাকে নতুবা আমি কবেই ধ্বংস হয়ে যেতাম। মহান রব- আল্লাহ তায়লা আমাকে আপনাকে সবাইকে হেফাজত করুন।