আজও কি আমরা পেয়েছি স্বাধীনতা ?

১৭৫৭ – ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় অত্যাচারী ব্রিটিশদের হাতে।

১৯৪৭ – ডিভাইড এন্ড রুল পলিসি তে কিছু ব্রিটিশ সভ্যতা এবং আইনের অনুগামী শাসকের হাতে দেশকে ভাগ করে শাসনভার তুলে দেয়া হয়।

১৯৪৮ – কাশ্মীর প্রশ্নে পাক-ভারত যুদ্ধ।
পাকিস্তান মার্কিন ব্লকে এবং ভারত সোভিয়েত ব্লকে ঢুকে যায়। সোভিয়েত পন্থী কমিনিউস্টদের দারা মুসলিমলীগ হতে বিচ্ছিন্ন আওয়ামীলীগ কে মদদ এবং সমর্থন।

১৯৭১ – স্বাধীনতার নামে আওয়ামী বামপন্থী এবং কমিনিউস্টদের দারা বিচ্ছিন্নতা যুদ্ধ শুরু এবং ৩য় পাক ভারত যুদ্ধের মাধ্যমে সোভিয়েত পন্থী ভারতের আজ্ঞাবহ রাষ্ট্র হিসাবে বাংলাদেশের আত্মপ্রকাশ।

১৯৭৫-১৯৯০ – সোভিয়েতপন্থী বাকশাল এর পতনের পর মার্কিন ব্লকের প্রতি সফট কর্ণার সেনা শাসন তথা বিএনপি – জাপার উদ্ভব।

১৯৯১-২০২৪ – দিল্লির দালাল আওয়ামীলীগ এবং ওয়াশিংটন এর দালাল বিএনপির ক্ষমতার পালাবদল।

তাহলে বুঝা যায় ১৯৪৭ থেকে ২০২৪ – শুধু পর্যায় ক্রমে ব্রিটিশ প্রবর্তিত গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তে মার্কিন ব্লক এবং সোভিয়েত ব্লকের সমর্থন পুষ্টদের ক্ষমতার পালাবদল ।

কারণ, এখনো ব্রিটিশ তন্ত্রে চলছে দেশ, আর ব্রিটিশ আইনে বিচার করছে এদেশের কাজী।

সুতরাং সীমানা বদল হলেও প্রকৃত স্বাধীন হইনি কো আজি!!!