জুলাই শেষ হয়নি,,,,,, হবেও না!!!!
এরকম বহু জুলাই এসেছে এ জাতির উপর এবং এ অবস্থা চলতে থাকলে আরো জুলাই আসবে।
কিন্তু সেটা ভিন্ন ভিন্ন মোড়কে,,,,ভিন্ন ভিন্ন স্লোগান হয়ে,,,,,ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে।
শুধু মাত্র জনগণের অর্থসম্পদ লুটপাট চক্রের রিসেট বাটন চাপা হয়েছে, যেমনটা ১৯৪৭, ১৯৫৬, ১৯৬৯, ১৯৭১, ১৯৭৫, ১৯৮১, ১৯৯০, ১৯৯৬, ২০০৭, ২০২৪… এ চাপা হয়েছে। মাঝে শুধুমাত্র কিছু খলনায়ক আর খলনায়িকার পরিবর্তন,,,,,,
কারণ উপনিবেশ কালে প্রবর্তিত মানবতার(!) আব্বুদের গণতন্ত্র নামক বিষকেই আমরা ঔষধ মনে করি।
অথচ এ গণতন্ত্রই ফ্যাসিবাদের মূলতন্ত্র!!!
ভাইকে ভাইয়ের শত্রু বানায়। নিজেদের ঘরের মধ্যেও দলাদলি তৈরি করে। সেচ্ছাচারমূলক(চাই ব্যাক্তিগত, পারিবারিক কিংবা দলীয়) ক্ষমতার জন্য মারামারি লাগায়।
কারণ ক্ষমতা পেলেই বিজয়ী দল মন মত আইন বানাতে পারে,,,,, চাই সেটা ন্যায় সংগত হোক বা অন্যায়, অন্যায্য হোক,,,,, তা আপনি মানতে বাধ্য!!!!
এটাই দলীয় শোষণের হাতিয়ার,,,,, সং্খ্যালঘু নির্যাতনের হাতিয়ার,,,,,
৫১ ভাগ লোকের অন্যায় সিদ্ধান্ত ৪৯ ভাগ লোকের উপর জোর পূর্বক চাপিয়ে দেয়ার হাতিয়ার,
আমিই শাসক,আমিই বিচারক, আমিই লুটপাট করব। এবার,,,, বিচার করবে কে????
ব্যাস!!! এবার কর বিক্ষোভ, আন্দোলন, লাগাও মারামারি,,,,,বিপ্লব, যুদ্ধ।।।
জুলাই চলবেই,,,,
কারণ আমরা শত্রুদের তন্ত্রকেই রাজ্য শাসনের মূলমন্ত্র বলে মনে করি।।।।
অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংরেজরা এ উপমহাদেশ দখল করে নেয়। কিন্তু তারা স্থায়ীভাবে না থাকলেও আমাদের মনস্তাত্ত্বিক ভাবে স্থায়ী গোলাম বানিয়ে যায়। তারা বহুকাল ধরেই আমাদের উপর স্বাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক আগ্রাসন চালিয়েছে, যারই জের ধরে,,,
শতাব্দী ব্যাপী যারা আমাদের পূর্বপুরুষদের জমি বেদখল করেছিল, আজকে আমরা তাদের (বৃটিশ, ইউরোপীয়) কেই বেশী দামি মনে করি।
যারা আমাদের পূর্বপুরুষদের মেরেপিটে ভিটে ছাড়া করেছে, আজকে আমরা তাদের দেশে(ইউরোপ, লন্ডনে) ভিটে গড়ার স্বপ্ন দেখি।
যারা আমাদের পূর্বপুরুষদের কে জুলুম করে খাজনা আদায় করেছে, আজকে আমরা তাদের অসভ্য সংস্কৃতির বাজনা(পপ, রক, রিমিক্স, ব্যান্ড) কেই বেশী চর্চা করি।
যারা আমাদের শান্তিপ্রিয় পূর্বপুরুষদেরকে অসভ্য(নেস্টি ইন্ডিয়ান)বলে গালি দিত, আজকে আমরা তাদেরই সভ্য বলে মনে করি।
আর,,,,,,
পূর্বপুরুষদের মধ্যে যারা প্রথম ঐসব জুলুমবাজ, প্রতারক, অসভ্য ব্রিটিশ বেনিয়া দের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ঘোষণা করেছিল, হাসিমুখে ফাসির দড়ি পড়েছিল,,,,,
আজ তাদের আমরা (নাউযুবিল্লাহ) কাঠমোল্লা, ধর্মান্ধ, মৌলবাদী,,,,,,,,, ইত্যাদি ট্যাগ লাগিয়ে নিচু মনে করি।
কী আশ্চর্যজনক বিষয়!!!
মাত্র এক-দুই শতাব্দীর ব্যাবধান,,,,,,
দখলদার, জুলুমবাজ, অসভ্য, রক্তপিপাসু শত্রুকে আজ উন্নত মনে করে তাদের মত হতে চাই, তাদের স্ট্যান্ডার্ড কে ফলো করি, তাদের চুরি করা শিল্প আর সাহিত্য- কল্পকাহিনীর বিদ্যা কে উন্নত ডিগ্রি মনে করি, তাদের অসভ্য লাইফস্টাইলে জীবন চালাতে চেষ্টার ত্রুটি করি না।
আর,,,,,,,,, আমাদের শান্তিপ্রিয়, সাহসী, উন্নত নৈতিক চরিত্রের অধিকারী পিতৃপুরুষদের চালচলন কে গোয়ো বলি, তাদের বাস্তব জ্ঞান কে হেয় প্রতিপন্ন করে মূর্খ বলি, তাদের বিশ্বাস কে (নাউযুবিল্লাহ) ধর্মান্ধতা বলি!!!
আমাদের মত তথাকথিত আধুনিক দৃষ্টি সম্পন্ন লোকের চেয়ে জন্মান্ধরাই ভালো!!!