ভারতীয় আধিপত্যবাদ নাকি, আগ্রাসী হিন্দুত্ববাদ?

সাম্প্রতিক সময়ে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে অনেকেই সোচ্চার, আবার কেউবা বলছেন উগ্র হিন্দুত্ববাদ। আসলে প্রকৃত আগ্রাসন কিসের ?

দুইটা ভূখণ্ডের দুইটা নাম মাত্র। ভারতের মাটি আর বাংলাদেশের মাটি পরস্পরের শত্রু নয়। তেমনি পানি, বাতাস, গাছপালাও পরস্পরের শত্রু নয়।

লড়াইটা বাংলাদেশ ভারতের নয় !!!

বরং লড়াইটা তাওহীদ এবং শিরকের ।।।

ভারতের মাটিতে থাকা ২০ কোটি তাওহীদী মুসলমান আমাদের শত্রু নয়, তেমনি উনারাও আমাদের শত্রু মনে করে না। বরং ভারতের মুশরিক হিন্দুত্ববাদীরাই আমাদের শত্রু, যেমনটি তারা ভারতের মাটিতে অবস্থান করা ২০ কোটি তাওহীদী (নামধারী সুশীল নয়) মুসলমানেরও শত্রু। আবার এ দেশে বসবাস করা হিন্দুত্ববাদীরা আমাদের তাওহীদী মুসলমানদের বন্ধু নয় বরং শত্রু (আবার মুসলিম নামধারী সুশীলদের বন্ধু), তেমনি তারা ভারতের হিন্দুত্ববাদীদের শত্রু নয় বরং বন্ধু। তারা স্বজাতির সাথে জয় শ্রীরাম স্লোগান দিয়ে এদেশে হিন্দুত্ববাদী রাজ্য কায়েম করতে চায়। আবার তারা ভারতের তাওহীদী মুসলমানের বন্ধু ও নয় বরং শত্রু। ভারতের সংখ্যালঘু মুসলমানদের দুর্দশা দেখে তারা দুঃখিত নয় বরং আনন্দিত হয়।

তাই যেসব মুসলমান জাতীয়তাবাদের অন্ধ অনুসারী হয়ে কাল্পনিক দেশীয় ঐক্য এবং সম্প্রীতির বুলি আওড়ায়, তাদের এখনো সময় আছে সতর্ক হওয়ার।